দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
দিনাজপুরের দশমাইলে মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর–দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেন।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাস একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।





