মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে: ড. এম এ কাইয়ুম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, এই দেশের মানুষ আর স্বৈরাচার চায় না। মানুষ তাদের বিশ্বস্ত গণতান্ত্রিক দল বিএনপির অপেক্ষায় আছে। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। দেশের মানুষ অপেক্ষায় আছে গণতন্ত্র ফিরে পেতে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও বরগুনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনার সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা
ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “এই বাড্ডায় যেসব বড় বড় ভবন দেখছেন এগুলো কিছুই আগে ছিলো না। বেগম খালেদা জিয়াও এই আসন থেকে ৯১ সালে বিজয়ী হয়েছেন। এই আসনের মানুষ শান্তি প্রিয়। এই এলাকা বিএনপির ঘাঁটি। বিগত ১৭ বছর এই এলাকাসহ সারা দেশের মানুষ ভোট বঞ্চিত ছিলো। এখন মানুষ অপেক্ষায় আছে গণতন্ত্র ফিরে পেতে, ধানের শীষে ভোট দিতে।”
এছাড়া এদিনে বাড্ডায় ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, “ঢাকা ১১ আসনে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। এখানে কোনো অপকর্ম চলবে না। এই আসনের মানুষ শান্তিপ্রিয়। বিগত ১৭ বছর যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন, আপনাদের সময় শেষ। বিএনপিতে কোনো মাদক কারবারির ঠাঁই নেই।”
আরও পড়ুন: আগামী নির্বাচন আন্দোলনেরই অংশ: নজরুল ইসলাম খান
ড. এম এ কাইয়ুম বলেন, “ক্ষমতায় টিকে থাকতে এমন কোনো অপকর্ম নেই যে শেখ হাসিনা করেনি। গুম-খুন-হত্যা-নির্যাতন সবই করেছে, তবুও সে টিকে থাকতে পারেনি। এ দেশে ব্রিটিশ কিংবা পাকিস্তানিরাও বল প্রয়োগ করে টিকে থাকতে পারেনি। বঙ্গদেশের মানুষ আগে থেকেই স্বাধীনচেতা, এখানে কোনো অত্যাচারীর ঠাঁই হয়নি এবং হবে না। এই দেশের মানুষ মানুষ তাদের বিশ্বস্ত গণতান্ত্রিক দল বিএনপির অপেক্ষায় আছে।”
তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আগামীদিনে একটি উন্নত দেশ গড়ে তুলবো উল্লেখ করে ড. এম এ কাইয়ুম আরো বলেন, “স্বৈরাচারকে তাড়িয়ে অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। মানুষে রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কোনো অন্যায়, অত্যাচার-জুলুম থাকবে না, আমরা সকলে এই বাংলাদেশে মিলেমিশে বসবাস করবো, ইনশাআল্লাহ।”
তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রসঙ্গ টেনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “বিএনপির ৩১ দফার দফা ১৬-তে তিনি প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সংবিধানস্বীকৃত সকল অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিগত সময়ে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কিংবা সম্পত্তি দখলের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।”
এদিকে আজ শনিবার রামপুরা থানা অন্তর্গত পূব রামপুরা হাই স্কুলে রামপুরা থানা মহিলা দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম ভাইয়ের সহধর্মিণী শামীম আরা বেগম বলেন, “আমরা নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা সবাই বিগত দিনে অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, এখন আমরা স্বাধীন। আপনারা ভোট দিতে যাবেন। বিগত ১৭ বছর আপনাদের ভোট বঞ্চিত করে রাখা হয়েছে। এই দেশ এখন স্বৈরাচারমুক্ত।”
তিনি আরো বলেন, “আমি বিগত দিনেও মহিলাদের নিয়ে কাজ করেছি। ইনশাআল্লাহ্ আগামীতেও করবো। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার রাস্তাকে আরো প্রশস্ত করে দিবেন।”





