সাভারে অটোরিকশা চুরির ঘটনায় চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ঢাকার সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সাভার থানার বিভিন্ন স্থানে টানা অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে চোরাইকৃত দুটি অটোরিকশাও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, যেগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
বুধবার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা
জানান, “অভিযোগ পাওয়ার পরই দ্রুত অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।”
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
গ্রেপ্তারকৃতরা হলেন-মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর বাঘড়া গ্রামের আল আমিন আকন খবির (৪৭), একই জেলার ছত্রভোগ আশ্রয়কেন্দ্র এলাকার সোলেমানের ছেলে মো: ইকবাল হোসেন (৪০), ঢাকা জেলার সাভার থানার খৈর খোলা গ্রামের জব্বর ব্যাপারীর ছেলে আব্দুল আলীম (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার পৌরসভার সবুজবাগ এলাকায় টিনশেড গ্যারেজে চারটি অটোরিকশা ও দশটি অটোভ্যান ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন নার্গিস বেগম ও তার স্বামী নবী হোসেন। চলতি মাসের পহেলা নভেম্বর আল আমিন ও ইকবাল হোসেন তাদের বাসার একটি রুম ভাড়া নেন। পরবর্তীতে গত ৬ নভেম্বর সকাল ৭টার দিকে প্রতিদিন ৪৫০ টাকা ভাড়ার শর্তে তারা গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ভাড়া নেন। তাদের সঙ্গে ছিল পরিচিত সহযোগী আব্দুল আলীম। তিনজন অটোরিকশা নিয়ে বের হলেও আর ফিরে আসেনি। ফোনে যোগাযোগ করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর অটোরিকশা না পেয়ে নার্গিস বেগম থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেপ্তারকৃত চোর চক্রের তিন সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে অটোরিকশা দুইটি উদ্ধার করায় ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করে সাভার মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।





