স্কুল ভবনে ভয়াবহ ফাটল, আতংকে শিক্ষক-শিক্ষার্থীরা

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নরসিংদী পৌর শহরে অবস্থিত নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন তিনতলা বিশিষ্ট ভবনে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। যেকোনো সময় ধসে পড়তে পারে ভবনটি। এমন আশঙ্কায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছেন আতংকে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে সরজমিনে স্কুলে গিয়ে দেখা যায় এমন দৃশ্য।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

প্রধান শিক্ষক তুষার কান্তি বলেন, শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করা যায় সারাদেশে। এতে নরসিংদীতে পাঁচজন নিহত ও শতাধিক মানুষ আহতের পাশাপাশি সরকার-বেসরকারি বহু স্থাপনা ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমাদের বিদ্যালয়টিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয়টি ১৯৮৩ সালে স্থাপিত হয় এবং প্রায় পনেরো শিক্ষার্থী নিয়মিত পাঠদান করেন। বিদ্যালয়টি তিন তলা বিশিষ্ট। হঠাৎ ভূমিকম্পের ফলে ভবনের শ্রেণিকক্ষ, সিঁড়ি ও বাথরুমের পিলার লিঙ্ক এবং মেঝেতে ভয়াবহ ফাটলের সৃষ্টি হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে জেলার উর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

সহকারী শিক্ষক শহিদুজ্জামান বলেন, “ভূমিকম্পের দিন স্কুল বন্ধ ছিল। আমরা স্কুলে এসে দেখি ভবন, সিঁড়ি ও বাথরুমের পিলার ও দেওয়াল ফেটে গেছে। ফাটল এতটাই ভয়াবহ যে যেকোনো সময় ধসে পড়তে পারে। শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও আতঙ্কে আছি।”

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া সুলতানা জুঁই বলেন, “ভয়াবহ ভূমিকম্পে আমাদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, সিঁড়ি সহ ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এই ফাটলের মাঝেও আমাদের স্কুলে আসতে হয়েছে এবং ক্লাস করতে হয়েছে। আমরা আতঙ্কে রয়েছি। আশা করি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনবে।”

উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া দুই দফা ভূমিকপে নরসিংদীর তিন উপজেলায় ৫ জন নিহত ও দেড় শতাধিক লোক আহতের পাশাপাশি শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা ও ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।