মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারত সফরে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি পাঠিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, চিঠিতে উল্লেখ করা হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তিনটি কারণে বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে একটি হলো বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টা বলেন, চিঠিতে বলা হয়েছে, মোস্তাফিজ দলে থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
আরও পড়ুন: বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রধান
তিনি আরও বলেন, “আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি বিষয় বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়াতে পারে—প্রথমত, মোস্তাফিজ যদি দলে অন্তর্ভুক্ত হন; দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে; এবং তৃতীয়ত, নির্বাচন যত এগিয়ে আসবে তত নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে।”
ক্রীড়া উপদেষ্টা এ নিয়ে মন্তব্য করে বলেন, “আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, কিংবা ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব—এর চেয়ে উদ্ভট, অবাস্তব বা অযৌক্তিক কিছু হতে পারে না। ক্রিকেট খেলার ওপর কারও মনোপলি থাকা উচিত নয়। আইসিসি যদি সত্যিই একটি গ্লোবাল অর্গানাইজেশন হয়, তবে ভারতের কথায় নয়, সঠিক নীতি মেনে সিদ্ধান্ত নেবে। প্রয়োজন হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেয়া উচিত। এই বিষয়ে আমরা কোনও রকম নতি স্বীকার করব না।”
আরও পড়ুন: তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ শান্ত





