নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৫ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের নির্বাচনের বিষয়ে যারা এখনও সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ডসহ নানা কড়াকড়ি

শফিকুল আলম বলেন, “দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি ইভেন্ট—হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা—কোনও ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। তাই নির্বাচনের বিষয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন।”

তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনের মাধ্যমে শেষ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে ৭ লাখ মানুষ সরাসরি ভোট দিতে পারবেন না, কারণ তারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: মনোনয়নপত্র বাছাইয়ে নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ। যারা দায়িত্ব পালন করবেন, তাদের ৭০ শতাংশের প্রশিক্ষণ ইতিমধ্যেই শেষ হয়েছে।”