গোবিন্দগঞ্জ থেকে জাবির ছাত্রলীগ নেতা দীপু গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আল মাহমুদ দিপুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাখাহার ইউপির পিয়ারাপুর জাংগালপাড়া নিজ বাড়ি থেকে দীপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে অংশ নেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই সেলিম রেজা, এসআই আনিসুর রহমান ও মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির
অভিযানে অংশ নেওয়া এসআই সেলিম রেজা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ফুলপুকুরিয়া বাজারে দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় (মামলা নং ৮) তাকে গ্রেফতার করা হয়েছে।
‘ডেভিল হান্ট’ অভিযানে আল মাহমুদ দীপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।
আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ





