৮১ পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩১ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ৮১টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে সংস্থাটি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে দুটি পৃথক সেশনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সকালের সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায়, যেখানে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিকেল ২টার সেশনে বাকি ৪১টি সংস্থার প্রতিনিধির সঙ্গে আলোচনা হবে।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, নির্বাচন পর্যবেক্ষকদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ সংগ্রহই এই সংলাপের মূল উদ্দেশ্য। সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে অংশ নেবেন।

নির্বাচনকে সর্বোচ্চ স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই ইসি কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক, নারী নেত্রীসহ মোট ৪৭টি রাজনৈতিক দলের সঙ্গে ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর সংলাপ করেছে কমিশন।

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

ইসির আশা, পর্যবেক্ষণ সংস্থাগুলোর গঠনমূলক মতামত নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।