ভূমিকম্প পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক সরকারি বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পে রাজধানীতে চারজনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভূমিকম্পের ঘটনায় জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোর প্রতি দ্রুত সাড়া দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি, ভূমিকম্পকে কেন্দ্র করে কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বিবৃতিতে জানানো হয়, প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা দেওয়া হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।