বাগেরহাটে সাংবাদিকে কুপিয়ে হত্যা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৬ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাট সদরে হায়াত উদ্দিন (৪২) নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হায়াত উদ্দিন হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: সারিয়াকান্দিতে রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্থানীয়রা জানান, হায়াত উদ্দিনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান সাংবাদিককে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়ার খবর পেয়েছি। ইতোমধ্যে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।