আহত সেই পুলিশ কর্মকতার ফেসবুক পোস্ট, নেট দুনিয়ায় ভাইরাল

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় গত ৪ অক্টোবর (শনিবার) সকালে চাঁদাবাজ ধরতে গিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজদের হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম। চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন তিনি সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে "ভালবাসি প্রাণের নরসিংদী, ধন্যবাদ প্রিয় নরসিংদীবাসী" লিখে পোস্ট করেন। তার এই পোস্ট অল্পসময়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়। এসময় তার এই পোস্টকে স্বাগত জানিয়ে নেটিজেনেরা বিভিন্ন মন্তব্য করেন। অতিরিক্ত পুলিশ সুপার তার পোস্টে লিখেন 'ভালবাসি প্রাণের নরসিংদী, ধন্যবাদ প্রিয় নরসিংদীবাসী'

আমাকে আঘাত করার জন্য কারো প্রতি আমার ব্যক্তিগত রাগ, ক্ষোভ নেই। মহামহিম পরওয়ারদিগার তাদেরকে ক্ষমা করুন। বিপথগামী মানুষগুলোকে বারবার বলেছি, আবারও বলি, টাকার পাহাড় গড়ার এ নোংরা, পঁচাগলা পথ পরিহার করে প্লিজ আপনারা সুপথে ফিরুন।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর

আমাকে থামানোর চেষ্টা তো কম করলেন না ভাইয়েরা। শারীরিক আঘাত করলেন, অঢেল কালো টাকা খরচ করে প্রচারযুদ্ধে মিথ্যের বেসাতি ছড়ালেন, একের পর এক ফেইক আইডি খুলে জনতার আবেগে লাগাম পরানোর ব্যর্থ চেষ্টায় নামলেন (ভাগ্যিস বলে দেননি যে, আপনাদের কাছ থেকে চাঁদার টাকার ভাগ, মাদক ব্যবসায়ের টাকার ভাগ দাবি করে ব্যর্থ হয়ে আমি চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে নেমেছি!)। এত কিছু করেও অর্জনের খেরোখাতায় লাভের অঙ্ক শুন্যই তো! চাঁদাবাজি, মাস্তানি, মাদক ব্যবসায়ের বিরুদ্ধে নরসিংদীবাসী যে কতটা তীব্র ঘৃণা পুষে রেখেছে, এখনো যদি তা না বুঝে থাকেন, তাহলে আমার আর কিছু বলার নেই।

মনে রাখবেন, চাঁদাবাজির, মাদক ব্যবসায়ের এই অভিশপ্ত টাকা আপনাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিতে পারবে ঠিক, কিন্তু সুখ দিবে না কোনো দিন। প্লিজ সুপথে ফিরুন ভাইয়েরা। আমি আপনাদেরকে প্রতিপক্ষ নয়, অতীত ভুলে ভালো কাজের সহযোগী হিসেবেই পেতে চাই। 

আরও পড়ুন: তিন যুগ পর চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আর যে মহৎপ্রাণ মানুষগুলো এই ক'দিন আমার জন্য ভেবেছেন, নানাভাবে  পাশে থেকেছেন- রেখেছেন, আপনাদের সকলের প্রতি এই অধমের হৃদয়নিঃসৃত কৃতজ্ঞতা। আল্লাহপাক দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করুন। নরসিংদীবাসীকে বলব, আপনাদের সবার সহযোগিতায় এবং সকল অংশীজনদের সম্মিলিত চেষ্টায় এবার  চাঁদাবাজি-সন্ত্রা*স- মাদ*কের রাহুগ্রাস হতে ইনশাআল্লাহ চিরমুক্তি লাভ করবে প্রাণের নরসিংদী। যত ষড়যন্ত্রই হোক, যত আঘাতই আসুক, প্রাণের নরসিংদীকে বাসযোগ্য, শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমার- আমাদের লড়াই চলবে। ভালবাসি প্রাণের নরসিংদী, কৃতজ্ঞতা প্রিয় নরসিংদীবাসী।