সোনাক্ষী-জাহিরের ছবি ঘিরে তোলপাড়, মুখ খুললেন অভিনেত্রী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিয়ে হওয়ার পর থেকেই নানা কারণে সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবাল। এবার নতুন করে বিতর্কে জড়ালেন এই দম্পতি—সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত ঐতিহাসিক শেখ জায়েদ মসজিদের সামনে তোলা কিছু ছবি ঘিরে।

সম্প্রতি সোনাক্ষী ও জাহির এই মসজিদ পরিদর্শনে যান এবং নিজেদের সফরের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তবে ছবিগুলোর একটিতে দেখা যায়, তারা দু’জনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। ছবিটি প্রকাশ হতেই শুরু হয় তীব্র সমালোচনা।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন হানিফ সংকেত

নেটিজেনদের অনেকেই সেই ছবিটি আলাদাভাবে শেয়ার করে সোনাক্ষী-জাহির দম্পতির ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে কড়া ভাষায় সমালোচনা করেন। কেউ কেউ মন্তব্য করেন—“এটা অসম্মানজনক”, “পবিত্র স্থানে জুতো পায়ে কেন? এমন নানা তীর্যক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।

বিতর্ক যখন চরমে, তখনই মুখ খোলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এক পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশে লেখেন, আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যাইনি।

আরও পড়ুন: ‘খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে’

তিনি আরও লেখেন, মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।”

এই বক্তব্যের পর অনেক ভক্ত সোনাক্ষীর পাশে দাঁড়ালেও, অনেকে আবার তাদের আচরণের সমালোচনা অব্যাহত রেখেছেন। সোনাক্ষী ও জাহির ইকবাল চলতি বছরের জুনে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের ব্যক্তিগত জীবন প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসছে।