সাভারে ১৬৫ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, এক গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে চার মণ (প্রায় ১৬৫ কেজি) ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি কষ্টি পাথরের তৈরি।

পুলিশ জানিয়েছে, মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মূর্তিটি ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

অভিযানে দেলোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দেলোয়ার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী এলাকার বাসিন্দা। পরে তাকে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, প্রাচীন প্রত্নসামগ্রী অবৈধভাবে বিদেশে পাচার রোধে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত