ভয়াবহ ভূমিকম্প অনুভূত, ভবন থেকে লাফিয়ে আহত একাধিক ঢাবি শিক্ষার্থী

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকা এবং এর মাত্রা ছিল প্রায় ৫.২।

ভূমিকম্পের প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পুরোনো হলে প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটেছে। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে কয়েকজন শিক্ষার্থী হলের বারান্দা থেকে নিচে লাফ দিলে তারা আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবন থেকে লাফ দিয়ে পা ভেঙে ফেলেছে ৪ জন শিক্ষার্থী। আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন

বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, স্যার এ.এফ. রহমান হলসহ বেশ কয়েকটি ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাঠামোর তালিকায় রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এসব ভবনের জরুরি সংস্কারের দাবি বহুদিনের হলেও বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন—দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।