হংকংয়ে Asian Townscape Awards পুরস্কার গ্রহণ করলেন রাজউক চেয়ারম্যান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) হংকংয়ের Asian Townscape Awards (ATA) অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৫, বাংলাদেশ সময় দুপুর ২টায় হংকংয়ের CIC-Zero Carbon Park-এ আয়োজিত অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। Asian Habitat Society-এর চেয়ারম্যান Patrick Lau Sau Shing-এর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি বৃন্দ লিঃ এর পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মোঃ ইসতিয়াক জহির।
এ বছর Asian Townscape Awards যৌথভাবে আয়োজন করেছে UN-HABITAT Regional Office for Asia and the Pacific (Fukuoka), Asian Habitat Society (AHS), Fukuoka Asian Urban Research Center (URC) এবং Asia Townscape Design Society (ATDeS)। সারা বিশ্ব থেকে শহুরে পরিবেশ, জনজীবন, নান্দনিকতা ও প্রতিবেশগত স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ৭২টি প্রকল্প থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
রাজউকের জন্য পুরস্কারটি পাওয়া প্রকল্প হলো “Integrated Development of Hatirjheel Area and Begunbari Khal”, যা ‘লেক ও জলাধার উন্নয়ন’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশ তিনবার এই পুরস্কার পেয়েছে, তবে ঢাকা শহর এই প্রথমবারের মতো স্বীকৃতি পাচ্ছে।
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পটি ঢাকার নগর কাঠামো, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং জনবিনোদনমূলক অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়নক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে ধরা হচ্ছে।
আরও পড়ুন: এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ





