দুবাই এয়ার শো’তে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুবাই এয়ার শো’তে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানটির পাইলট। বিষয়টি জানিয়েছে গালফ নিউজ।

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। গত দুই যুগে এই সিরিজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বিমান আগুনে ভস্মীভূত হয়। এসময় ঘন কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে।

‘হ্যাল’ সংস্থার তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। এটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ হ্যাল-এর নাসিক কারখানায় তৈরি হচ্ছে। বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুই ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১৪

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে এটি তেজস বিমানের দ্বিতীয় দুর্ঘটনা। সেবার পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হন।