উত্তরাঞ্চলে তীব্র শীত, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল তীব্র শীতে কাঁপছে। ভোরের হিমেল হাওয়ায় তাপমাত্রা আবারও নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে, যদিও কুয়াশার উপস্থিতি কম ছিল। গত কয়েকদিন ধরে হিমেল বাতাস ও আর্দ্রতার কারণে শীতের তীব্রতা অঞ্চলে ক্রমশ বেড়েই চলেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, গতিবেগ ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও দুপুরে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ দেখা দেয়। দিন ও রাতের তাপমাত্রার বড় ফারাক শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
স্থানীয়রা জানান, ভোরের শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হয়, তবে রোদ উঠলেই চারপাশ কিছুটা উষ্ণ হয়ে ওঠে। সোমবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার ছিল ১২.৬ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, রাত বাড়লে ঠান্ডা আরও বেড়ে যায়, কিন্তু সূর্য উঠলেই তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। নভেম্বরের শেষের দিকে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন





