লক্ষ্মীপুরে জেমস-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।
বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী শহরের জেমস ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল মোবারক ভূঁইয়া। জেমস-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী পরিচালনায় উপস্থিত ছিলেন মোবাশ্বের আহম্মদ, লুৎফুল করিম চৌধুরী, কামাল উদ্দিন, ফজলুল কাদের চৌধুরী, জাহাঙ্গীর হোসেন লিটন, হোসেন আহমদ শাহজাহান, আব্দুল মতিন ও জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন: নরসিংদীতে আগুনে পুড়লো ৩ শিল্পকারখানা
সভায় সংস্থার বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয় বিবরণ, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
বক্তব্যে নেতারা বলেন, জেমস একটি নিবন্ধিত এনজিও সংস্থা হিসেবে জেন্ডার সমতা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতামূলক নানা কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জেলার প্রত্যন্ত এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরের নতুন ডিসি আফছানা কিশোরগঞ্জের রত্নগর্ভা মেধাবী মুখ
সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।