কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪৫ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ এবং অসুস্থ ঘোড়াদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং প্রধান পৃষ্ঠপোষকত্বে সংগঠনটি কক্সবাজারের কলাতলীসহ সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে এই কার্যক্রম বাস্তবায়ন করেছে। প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

সংস্থার ভেটেরিনারি মেডিকেল টিম, যার মধ্যে রয়েছেন ডাঃ আতিকুর রহমান মিঠু, ডাঃ সাখওয়াত হোসেন এবং ডাঃ মাহবুবুর রহমান, কক্সবাজারে প্রায় ৫০টি অসুস্থ ঘোড়ার চিকিৎসা দিয়েছেন।

আগামী ২৪ ও ২৫ অক্টোবরও সংগঠনটি পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা এবং সুষম খাদ্য বিতরণ করবে। এই কার্যক্রমে বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলের সদস্যরাও অংশগ্রহণ করছেন। আহবায়ক আদনান আজাদ জানিয়েছেন, প্রথম ধাপ এক সপ্তাহ চলবে, তবে সরকারি অনুমতি পেলে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

এছাড়া, আগেরদিন (২২ অক্টোবর) সেন্ট মার্টিন দ্বীপে অভুক্ত কুকুরদের জন্যও সুষম খাদ্য বিতরণ করা হয়েছিল। সংগঠনটি আশা করছে, এই উদ্যোগ দেশের মানুষকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।