মাইক ভাড়া করে গালাগাল করার পর বিদেশযাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে রাব্বির
দীর্ঘদিনের বিদেশযাত্রার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হোসেনপুরের সারোয়ার হোসেন রাব্বির। এক লাখ টাকার অভাবে বিদেশে যাওয়ার সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছিল। হতাশায় ১৬ অক্টোবর রাব্বি ৫০০ টাকায় মাইক ভাড়া করে স্থানীয়দের উদ্দেশে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাগ্য বদলে আসে সামাজিক প্রচারের পর। প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তায় তিনি দুই লাখ টাকার ঋণ পেয়েছেন, যা দিয়ে ইতোমধ্যেই বিদেশযাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রাব্বি বহুদিন ধরে বিদেশে কর্মসংস্থানের চেষ্টা করছিলেন। ভিসা থাকলেও টাকা জোগাড় না হওয়ায় যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। বিভিন্ন এনজিও ও স্থানীয় সংস্থায় সহায়তার আবেদন করেও ব্যর্থ হন।
গত ২৩ অক্টোবর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে রাব্বিকে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, "আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা পাইছি। আপনারা যদি সাহায্য না করতেন, হয়তো আজও আমি দেশে বসে কাঁদতাম। ধন্যবাদ সবাইকে।"
আরও পড়ুন: সাগর থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
রাব্বি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। নতুন যাত্রার আগে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং পূর্বের ক্ষোভের ঘটনার জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, "সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই শেষে রাব্বিকে দুই লাখ টাকার ঋণ দেওয়া হয়। দুই মাস পর থেকে কিস্তিতে তিনি ঋণ পরিশোধ শুরু করবেন। বিদেশগামী শ্রমিক আর্থিক সমস্যায় পড়লে আমরা সবসময় পাশে থাকব।"
রাব্বির কাহিনী প্রমাণ করে, সঠিক সহায়তা ও সমর্থনের মাধ্যমে হতাশা জয় করে স্বপ্ন পূরণ করা সম্ভব।





