কুলাউড়ায় ট্রেন যাত্রীদের জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক অভিযান পরিচালনা করে ১,৯২০ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) জানান, ‘এনআইডি যার, টিকিট তার’ বাস্তবায়নে কুলাউড়া রেলওয়ে স্টেশন ও জয়ন্তিকা ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের যাত্রীদের টিকিটের সঙ্গে এনআইডির সামঞ্জস্য না পাওয়ায় তিনজন যাত্রীকে ১,৯২০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
আরও পড়ুন: র্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির আসামী গ্রেপ্তার
অভিযানে তাকে সহযোগিতা করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ ও কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ। তিনি জানান, যাত্রীদের নিজস্ব আইডি দিয়ে টিকিট করে রেল ভ্রমণে সচেতন করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।





