বরগুনা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল হারুন আর রশিদকে ধান উপহার দিলো নুরুল ইসলাম

Sanchoy Biswas
মো. সুজন, বরগুনা
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩৩ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি, ইউএনবিএম, সৎ, পরিশ্রমী ও চিন্তাশীল ব্যক্তি হিসেবে দিনভর জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভা করেছেন।

বৃহস্পতিবার সকালে বামনা উপজেলার ডৌয়তলা বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থেকে সমস্যা সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সময় কর্নেল হারুন আর রশিদকে ডৌয়তলা জনগণ ধান উপহার দেন।

আরও পড়ুন: সৌদির কোরবানির মাংস পেল নাজিরপুরের এতিমরা

কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন, “রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি পবিত্র অঙ্গীকার। আমি চাই বরগুনা-২ আসন হবে উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিকতার উদাহরণ। মানুষ আমাকে যে ভাবে গ্রহণ করছে, তাতে আমি আরও উৎসাহ পাচ্ছি।”

নুরুল ইসলাম বলেন, “সাবেক এই সেনা কর্মকর্তা একজন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সমাজবান্ধব মানুষ। তিনি বরগুনার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। আমার তাকে খুবই ভালো লাগে, তাই আমি তাকে ধানের শীষ মার্কার প্রতীক ধান দিয়ে বরণ করেছি।”

আরও পড়ুন: বিলাসবহুল গাড়িতে বহন হচ্ছিল গাঁজা, বাধা দিলেন পুলিশ

মিজানুর রহমান মজনু বলেন, “আমরা সত্য চরিত্রবান ব্যক্তি চাই। আমাদের কষ্ট যে বুঝবে, এমন নেতা প্রয়োজন। কর্নেল (অব.) হারুন আর রশিদ আমাদের থেকে নিতে আসেনি, তিনি আমাদের দিতে এসেছে।”

জনসংযোগের পুরো সময় জুড়ে কর্নেল হারুনুর রশিদ খানের সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।