তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঠান্ডার মাত্রা দিন দিন বাড়ছে। গত কয়েক দিন ধরে এখানে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ফলে নভেম্বরের মধ্যভাগেই শীতের অনুভূতি বেড়ে গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

বাতাসে আর্দ্রতা ও হিমেল হাওয়ার কারণে শীতের প্রভাব আরও বেশি অনুভূত হচ্ছে। এতে শীতজনিত রোগে শিশু ও বয়স্কদের আক্রান্তের হার দ্রুত বাড়তে শুরু করেছে। স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে।

গ্রামীণ এলাকাগুলোতে শীত নিবারণে মানুষজন গরম কাপড় ব্যবহার করা ছাড়াও খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন। সকাল-সন্ধ্যা কুয়াশায় দৃশ্যমানতা কমে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তরের হিমেল বাতাস সরাসরি প্রবাহিত হচ্ছে তেঁতুলিয়ায়। এর প্রভাবেই তাপমাত্রা কমছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।