আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:১১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জহির স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা জহিরের ওপর একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার পর সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জহিরের মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

স্থানীয় সূত্র বলছে, অতীতে জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বেশ কিছুদিন ধরে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন জানান, তিনি বিষয়টি আগে জানতেন না—খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এবং কোন কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা এখনও স্পষ্ট নয়।