হাতীবান্ধা সীমান্তে তারকাঁটা কাটতে গিয়ে চিহ্নিত গরু চোরাকারবারি আটক
লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে ভারতীয় তারকাঁটার বেড়া কর্তনকারী চিহ্নিত গরু চোরাকারবারি মো. লাভলু হোসেনকে গভীর রাতে আটক করেছে বিজিবি।
রবিবার (২৪ নভেম্বর ২০২৫) বুড়াসারডুবি এলাকায় সীমান্তে গরু চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে গভীর রাতে ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ বড়খাতা বিওপির টহলদল তাকে আটক করে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বুড়াসারডুবি এলাকার খলিল মিয়ার ছেলে মো. লাভলু হোসেন (৪০) দীর্ঘদিন থেকে চোরাকারবারির মাধ্যমে ভারতীয় গরুর ব্যবসা করে আসছে।
এসময় তারকাঁটার বেড়া কাটার জন্য লাভলুর ব্যবহৃত ১টি প্লাস, ১টি স্মার্ট ফোন এবং ২টি সীমকার্ড জব্দ করে বিজিবি। আটককৃত আসামী লাভলুকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুড়াসারডুবি এলাকার ১ জন চিহ্নিত গরু চোরাকারবারি মো. লাভলু হোসেন, গভীর রাতে
ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে তাকে আটক করা হয়।





