ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার হলেন শাহ মোঃ আব্দুর রউফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। আজ ২৬ নভেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়েছে।
গত ২৪ নভেম্বর সোমবার লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়। ২২ নভেম্বর শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার হলেন শাহ মোঃ আব্দুর রউফ। তিনি এর আগে ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।





