গাজীপুরে দুই দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা
জাতীয় গ্রিডের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে দুই দিন নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ২৭ এবং ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কালীগঞ্জ, সেভেন রিংস এলাকা ও জাংগালিয়া ফিডারের আওতাভুক্ত অংশে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা ও প্রোপার ফিডার প্রয়োজন অনুযায়ী বিকল্প উৎস থেকে সচল রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে পরিচালনা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সকলের সহযোগিতাও কামনা করেছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন





