কক্সবাজারে চারটি রেস্টুরেন্টকে ৯৫ হাজার টাকা জরিমানা
পর্যটন রাজধানী কক্সবাজার শহরের সুগন্ধা ও সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে চারটি রেস্টুরেন্টকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে কউকের ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা ১২টার দিকে এই অভিযানের নেতৃত্ব দেন কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও পরিবেশনের দায়ে চারটি রেস্টুরেন্টকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শহরের সদর হাসপাতাল সড়কের মামার বাড়ি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, শানে মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সুগন্ধা এলাকার গ্র্যান্ড মেজবানী রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং কলাতলী জামাই আদর রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
সানজিদা বেগম জানিয়েছেন, কক্সবাজার একটি পর্যটন নগরী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসেন। এসব পর্যটকদের কারণে শত শত হোটেল-রেস্টুরেন্ট গড়ে উঠেছে। অনেকেই রেস্টুরেন্টের মান ভালো বলে প্রচার করছেন। কিন্তু তাঁদের অনেক পণ্য ফ্রিজে সংরক্ষিত রয়েছে, যেগুলো খাওয়ার উপযোগী নয়। মুরগি, মাছ, মসলা থেকে শুরু করে খাবারের অনেক কিছুই মেয়াদোত্তীর্ণ। এজন্য তাঁদের জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে এবং ভবিষ্যতে এরকম করলে সাজা দেওয়ারও বিধান রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ড্রিংকিং ওয়াটার ও তিনটি রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ফ্রেন্ডস বিজনেস ডেভলপিং ফার্মকে ৬০ হাজার টাকা, জলধারা ড্রিংকিং ওয়াটার ৭০ হাজার টাকা, কলাতলী মেজ্জান ডাইনকে ২০ হাজার টাকা, রান্নাঘর রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং শালিক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছিল কউকের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
সানজিদা বেগম বলেন, এর আগেও অনেক প্রতিষ্ঠানকে শর্ত দেওয়া হয়েছে। জরিমানার পরেও তারা একই অপরাধ করে যাচ্ছে। স্থানীয় ও পর্যটকদের স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করতে হবে, অন্যথায় সাজা ও হোটেল বন্ধ করে দেওয়ারও বিধান রয়েছে। “এরা যদি জরিমানাতে ঠিক না হয়, তাহলে আমাদের ওই পথেই হাঁটতে হবে,” বলে সাফ জানিয়ে দেন তিনি।





