সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থীদের ভোগান্তি
সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরেও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ৩ দিনের কর্মবিরতি পালন করছে। টানা তিন দিন কর্ম বিরতির দ্বিতীয় দিনেও নেয়া হয়নি শিক্ষার্থীদের কোন পরীক্ষা, ফলে ভোগান্তিতে পড়েছে জেলার কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবক।
সহকারী শিক্ষকেরা বলেন, আমাদের চার দফা দাবি যৌক্তিক। এ দাবি অনেক পুরনো, আমাদের বর্তমানে তিন দিনের কর্ম বিরতি চলছে, আশা করি আমাদের দাবিগুলো মেনে নেয়া হবে। তিন দিনের কর্মবিরতের আজকে দ্বিতীয় দিনেও আমাদের দাবিগুলো মেনে নেয়া হয়নি। আগামীকাল ৩ ডিসেম্বর আমাদের কর্ম বিরতির শেষ দিন। এরপরেও যদি আমাদের দাবিগুলো মেনে নেয়া না হয়, তাহলে পরবর্তীতে এর থেকেও বড় কর্মসূচি দেয়া হবে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার বলেন, আমি সহকারী শিক্ষকদের পরীক্ষা নেওয়ার জন্য বলেছি কিন্তু তারা পরীক্ষা নিচ্ছে না। তারা পরীক্ষা না নিলে আমি কি করতে পারি।
শিক্ষার্থীরা বলেন, স্যারেরা তাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করছে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারছি না। পরীক্ষা শেষ হলে একটু বেড়াতে যেতাম তাও এখন পারছি না। আমরা চাই আমাদের পরীক্ষা গুলো দ্রুত নেয়া হোক।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





