ঘোড়াশাল রেলসেতুর পিলার পরিদর্শনে বিশেষজ্ঞরা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কয়েক দফা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ আমলে নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঘোড়াশাল রেলসেতুর দুই এবং তিন নম্বর পিলারের ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। একই সঙ্গে তারা ঘোড়াশাল সরকারি খাদ্য গুদামের তিনটি গোডাউনের ফাটলও পরিদর্শন করেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে বিশেষজ্ঞ দল ক্ষতিগ্রস্ত রেল সেতুর পিলার ও গোডাউনগুলো ঘুরে দেখেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিল্লুর রহমান। এ ছাড়া নরসিংদী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া ও পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকারও উপস্থিত ছিলেন। পরে বিশেষজ্ঞ দল ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ১১টি আবাসিক ভবন, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, বিদ্যালয়সহ অন্যান্য স্থাপনাও পরিদর্শন করেন।