দিরাইয়ে জগন্নাথ মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা

Sanchoy Biswas
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন থাকায় সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে দিরাই উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দিরাই শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদারের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সুরঞ্জন রায়, প্রাণী চিকিৎসক বাবু শম্ভু দাস, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পঙ্কজ কান্তি দাস, সুকেশ দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুধাংশু শেখর দাস, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য কুশ দাস, উপজেলা কৃষকদলের সদস্য দীপক দাস, কাজল দাস, প্রাপ্তি দেবী, রুবেল দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার বলেছেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আমরা দেশমাতার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেন সহসাই সুস্থ হয়ে আমাদের দেশের মাটি ও মানুষের মাঝে ফিরে আসেন। সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।