বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া উপজেলা বিএনপির দোয়া মাহফিল

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব কাপাসিয়া বাজারের সদর সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন এবং দলের চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

আরও পড়ুন: মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩ কর্মী

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ প্রমুখ। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন।

আরও পড়ুন: টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক