গোপনে বিয়ে করলেন সামান্থা!
দীর্ঘদিনের জল্পনার অবসান কি তবে সত্যিই হলো? দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর দ্বিতীয়বারের বিয়ের খবর ঘুরছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে। শোনা যাচ্ছে, সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি কিংবা দু’জনের পক্ষ থেকে মন্তব্য না থাকায় অনেকেই এটিকে ‘গোপন বিয়ে’ বলেই দাবি করছেন।
আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব
২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। সে সময় দীর্ঘ চিকিৎসা, ধ্যান এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে নিজেকে সামলে নেন তিনি। ভক্তরাও চেয়েছিলেন, দ্রুত যেন তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এরপরই বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ধীরে ধীরে প্রেমে জড়ান দু’জন; এমনকি লিভ-ইনে থাকার কথাও শোনা যায়।
আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল
বিয়ের খবরে বলা হচ্ছে—কোনো আড়ম্বর ছাড়াই ছোট আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের পরিণয়। মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন। সামান্থা পরেছিলেন লাল শাড়ি, আর রাজ সাজেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে।
যে মন্দিরে বিয়েটি হয়েছে, তা ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিচ্ছেদের পর থেকেই সামান্থার সেখানে নিয়মিত যাতায়াত ছিল। সদগুরুর প্রতিষ্ঠিত এই আধ্যাত্মিক কেন্দ্রেই নাকি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চেয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরেই সামান্থার সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। এরপর থেকেই সামান্থা–রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে সামান্থার একাধিক ঘনিষ্ঠ ছবি ভাইরালও হয়—কখনও মন্দিরে, কখনও বিমানে একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত।
তবে বিয়ে নিয়ে এখনো পর্যন্ত সামান্থা বা রাজ নিদিমরুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।





