নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসি ডিপোতে আগুন, দুটি বাস পুড়ে ছাই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি বাস ডিপোতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে দুইটি যাত্রীবাহী বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ডিপোর ভেতরে এ আগুন দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে ডিপো এলাকায় হঠাৎ বড় ধরনের আগুন দেখতে পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পাওয়ার পর মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসগুলোর বডিতে থাকা ফোম আগুন দ্রুত ছড়িয়ে দেয়, ফলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুটে চলাচলকারী ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুইটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বিআরটিসি সোনাপুর ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার ঘটনাস্থলে গিয়ে দাবি করেন, এটি পরিকল্পিত নাশকতা। তিনি বলেন, আজই আমার বদলি হওয়ার কথা ছিল। নতুন দায়িত্ব নিতে অনীহা থাকায় আমাকে আটকে রাখতে এ ধরনের অপকর্ম ঘটানো হতে পারে। কাজটি অত্যন্ত পেশাদারভাবে করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় মানুষ ও সহকর্মীরা সবসময় সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক অস্থিরতার সময়ও এমন ঘটনা ঘটেনি। তাই সাধারণ কেউ নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি বাস পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।