বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত
গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে আজ রবিবার, বাদ আছর (৩০ নভেম্বর ২০২৫) রাজধানী ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিশেষ এই দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, উপদেষ্টা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়াপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. একেএম শামছুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মাওলানা সালেহ আহমদ আজম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।
এছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন— বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, এ্যাব (কৃষি) যুগ্ম-আহবায়ক ড. শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডাঃ তৌহিদ আওয়াল, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজু আহমেদ, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, গুলশান সোসাইটি জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মোর্তোজা হাসান ফয়েজি মাসুম বলেন, “একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো সকল মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। আজকে তিনি অসুস্থ। দেশের কল্যাণে তাঁর সুস্থতা প্রয়োজন। আসুন দেশনেত্রী’র জন্য আমরা সবাই দোয়া করি।”
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় আজ রবিবার সকাল থেকে গুলশান সোসাইটি জামে মসজিদে পবিত্র কোরআন খতম করেন ১০ জন হাফেজ।





