নরসিংদীর নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ (বিদ্যুৎ) আদালতের বিচারক কাজী ইয়াসিন হাবীব নরসিংদী জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) ১০তম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি যোগদান করেন। এর আগে তিনি সিলেটে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

সোমবারই তিনি নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক শেখ হুমায়ুন কবীরের নিকট যোগদানপত্র দাখিল করেন। এসময় সদ্য যোগদানকারী বিচারক কাজী ইয়াসিন হাবীব আদালতের বিভিন্ন এজলাস, খাসকামরা ও আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন। পরে তিনি আদালতে নিয়োজিত সকল কর্মকর্তারা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিচারপ্রার্থীদের হয়রানি কমানো ও বিচারিক সেবা সহজ করতে বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. গোলাম হোসাইন।