টঙ্গীতে পরিত্যক্ত কার্টুন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

Sadek Ali
আক্তার হোসেন দীপু, গাজীপুর
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত কার্টুনে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গী রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কাশিয়ানীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহাযজ্ঞ

পুলিশ জানায়, তুরাগ নদের পাড়ে রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত একটি কার্টুনের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মানবদেহের খণ্ডিত অংশ (পা) দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশকে বুঝিয়ে দেয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খন্ডিত পা কিভাবে এই এলাকায় আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে খণ্ডিত পা’টি ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন: নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১