নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Sanchoy Biswas
কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৩ পূর্বাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি নগরকান্দায় হিন্দু যুবক কর্তৃক পবিত্র কাবা শরিফের ছবি পদদলিত করে অবমাননা করার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে উপজেলার গোড়াইল নতুন বাজার সংলগ্ন ময়দানে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা উপস্থিত হয়ে সমাবেশ সফল করেন।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল

৭ ডিসেম্বর রবিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাবেশ চলে।

সাকপালদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শাহ আকরাম আলী ধলা হুজুর, মাওলানা জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাওলানা সোহরাব হোসেন মাস্টার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান, মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, মাওলানা আকরাম আলী সাহেব, হাফেজ মিজবা উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি জসিম উদ্দিন, মাওলানা হাসমত উল্লাহ ও হিন্দু সম্প্রদায় থেকে বিচার চেয়ে প্রতিবাদ জানান বিপ্লব মাস্টার। বক্তারা হিন্দু যুবকের বিচার দাবি করা সহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের নিকট আহ্বান জানান।

আরও পড়ুন: স্কপের বন্দর ভবনমুখী ‘লাল পতাকা গণমিছিল’