কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হয়েছি, আমি আশাবাদী আগামীতে তোমরাই সফল হবে। দুর্নীতি করে অল্প সংখ্যক মানুষ, আর ভোগান্তি পোহাতে হয় অধিক সংখ্যক মানুষকে। তোমরা তরুণরাই আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবে।
আরও পড়ুন: ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত
সাধারণ সম্পাদক, মহতছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা আবু সুফিয়ান, উপজেলা জামায়াতে ইসলামীর (ভারপ্রাপ্ত) আমীর মোহাম্মদ জাকির হোসেন ও উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কর্মপরিষদ সদস্য রাজানুর রহিম ইফতেখার, উপজেলা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, বর্তমান কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনছুর ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সদস্য নির্মল্য মিত্র সুমন, বাবলি তালাং ও মাহফুজ শাকিল, গণমাধ্যম কর্মী আজিজুল ইসলাম ও নাজমুল বারী সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু প্রমুখ। সভার পূর্বে স্কুলের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।





