গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের ২০ গুদাম

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের ২০টি গুদাম ও একটি বাড়ির তিনটি কক্ষ। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঝুট গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দুটি এবং সারাবো মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। তাদের সম্মিলিত চেষ্টায় বিকেল পৌনে তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ঝুটের ২০টি গুদাম এবং একটি বাড়ির তিনটি কক্ষ ও মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন: যারা স্বাধীনতাবিরোধী তাদের কাছে নারীরা নিরাপদ নয়: খায়রুল কবির খোকন

ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আগুনে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।