পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জাকির, সাধারণ সম্পাদক জাকারিয়া

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫০ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব–২০২৫ (কার্যকাল–২০২৬ ইং) সালের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাকির ও সাধারণ সম্পাদক পদে জাকারিয়া নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি ডেইলি স্টারের মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট জাকারিয়া হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনির হোসেন বাদল, অর্থবিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মোঃ জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য এনটিভির স্টাফ রিপোর্টার কাজল বরণ দাস, দৈনিক খবর পত্রিকার শংকর লাল দাস, মাছরাঙা টিভির চিনময় কর্মকার, দৈনিক মানবকণ্ঠের জাকির মাহমুদ সেলিম, মাইটিভির মশিউর রহমান বাবলু, দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার মোজাহিদুল ইসলাম নান্নুর প্রার্থিতা চূড়ান্ত হিসেবে ঘোষণা করেন।

আরও পড়ুন: নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রসঙ্গত, আগামীকাল ২২ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ। নির্ধারিত ওই সময়ের পরেই প্রধান নির্বাচন কমিশনার উপরোক্তদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করবেন।