প্রিয় নেতাকে একনজর দেখতে স্মৃতিসৌধে নেতাকর্মীদের ঢল
প্রিয় নেতাকে এক ঝলক দেখার আশায় কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে স্মৃতিসৌধে প্রবেশ সীমিত থাকায় মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে অপেক্ষা করছেন তারা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফিরে আসার পর এটিই হতে যাচ্ছে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি।
আরও পড়ুন: নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ২
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশাদুজ্জামান মহন বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রেখেছেন। ঢাকার ৩০০ ফিট এলাকায় লাখো নেতাকর্মী ও সমর্থক তাকে অভ্যর্থনা জানিয়েছে। আজ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে আসছেন। সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকার লাখো মানুষ প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এখানে আসবে। আমরা ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি।
ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান বলেন,মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের নেতা আজ জাতীয় স্মৃতিসৌধে আসছেন। আমরা নেতাকর্মীদের সুশৃঙ্খল রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো এবং নেতা যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী কাজ করবো।
আরও পড়ুন: চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৪, অ্যাডভেঞ্চার-৯ আটক
এদিকে, তারেক রহমানের আগমনকে ঘিরে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন,
ইতোমধ্যে নিরাপত্তার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ট্রাফিক ডিউটিসহ সব গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এগারো শ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
তারেক রহমানের এই কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় উৎসবমুখর হলেও শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীরা তৎপর রয়েছেন।





