চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৪, অ্যাডভেঞ্চার-৯ আটক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার দিক থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তারেক জিয়ার সমাবেশে অংশ নিতে ঢাকায় যান।

আরও পড়ুন: কাপাসিয়ায় এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে পৌঁছালে বরিশাল নৌ-পুলিশ সেটি আটক করে।

বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টোর ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানান, লঞ্চটি দলীয় নেতা-কর্মীদের ঢাকায় নেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল।

আরও পড়ুন: প্রিয় নেতাকে একনজর দেখতে কনকনে শীতে স্মৃতিসৌধে নেতাকর্মীদের ঢল

এ বিষয়ে বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমি ঝালকাঠিতে এসেছি। লঞ্চটি আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে গেছেন। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর নৌ-পথে নিরাপত্তা ও কুয়াশায় লঞ্চ চলাচলের বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।