খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে মনোনয়নপত্র জমা দিলেন দিপু ভূঁইয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জে। দোয়া মাহফিল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
২৯ ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
মনোনয়নপত্র দাখিলের পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। এবার কোনো বাধা ছাড়াই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, বাসস্থান নিশ্চিতকরণসহ মাদক ও সন্ত্রাস নির্মূলে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি রূপগঞ্জের উন্নয়নে প্রাপ্ত বরাদ্দের চেয়ে আরও বেশি বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এর আগে সকাল ১১টার দিকে মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির নেতৃত্বে ফিরবেন—এই প্রত্যাশায় সবাই দোয়া করছেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং জনগণ আবার মাথা উঁচু করে চলতে পারবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, আশরাফুল হক রিপন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ, বিএনপি নেতা আলনগীর হোসেন, আব্বাস উদ্দিন ভূঁইয়া, আবু মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





