এনসিপির মাহবুবের সম্পদ ৯৬ লাখ ৭০ হাজার টাকা, বছরে আয় ১৫ লাখ

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় ১৫ লাখ টাকা। তার নামে ফ্ল্যাট, বাড়ি-গাড়ি নেই। তবে তার সম্পদের পরিমাণ ৯৬ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে বিষয়টি জানা গেছে।

আরও পড়ুন: বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতার দুর্ব্যবহার ঘিরে সমালোচনার ঝড়

মাহবুব সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। এছাড়া ৯৬ লাখ ৭০ হাজার টাকা তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। তিনি সবশেষ ১ লাখ ৫০ হাজার টাকা আয়কর প্রদান করেছেন।

আরও পড়ুন: উলিপুর ৩ আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পূর্ণ

এদিকে মনোনয়নপত্র দাখিলের দিন তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে ১ লাখ ৫৩ হাজার ৮২০ টাকা, ব্র্যাক ব্যাংক হিসাবে ৭৮৭ টাকা, প্রাইম ব্যাংক হিসাবে ৬ টাকা ও এনআরবিসি ব্যাংক হিসাবে ৫ টাকা রয়েছে। ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৬ হাজার ৫০০ শেয়ার রয়েছে, যার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা এবং অরটেক্স টেক লিমিটেডে ১৩ হাজার ৪০০ শেয়ার রয়েছে, যার মূল্য ১৩ লাখ ৪০ হাজার টাকা। ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেকট্রিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার। প্রোপ্রাইটরশিপ ব্যবসার মূলধন ৭৬ লাখ টাকা। হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী তার অর্জনকালীন আয় ১ কোটি ৫ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।