কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের এক্সকাভেটর জব্দ

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪২ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকাভেটর জব্দ করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার টোক ইউনিয়নের বড়চালা গ্রামের ‘খুদির বাড়ি’ নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু মেশিন) আটক করা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র বড়চালা এলাকায় কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঘটনাস্থলে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্রটি জব্দ করা হয়।

আরও পড়ুন: কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না

অভিযানের ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক জানান, “অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষিজমি এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”