কাপাসিয়ায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০০ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এর আগে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও গার্লস গাইডের আঞ্চলিক কমিশনার আঞ্জুমান আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল বাশার মাষ্টার, রাওনাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হাকিম, হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।

আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের গ্রুপভিত্তিক ৬৫টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকৃত প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ক্রীড়ানুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সিনিয়র ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী নয়ন, ওসমান গণি ও দুলাল মিয়া।