ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে শিবির নেতা নিহত

Sadek Ali
মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্রশিবির নেতা জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুলিতে নাছির নামে আরও একজন আহত হয়েছেন।

 ১০ জানুয়ারি রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক ১০

সে লেলাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাহনগর এলাকার বশত আলী মিস্ত্রির বাড়ির বাসিন্দা।

জানা যায়,মোটরসাইকেল করে এসে কয়েকজন দুর্বৃত্ত জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে  জামালের মৃত্যু হয়। হামলায় নাছির নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। পরে বিস্তারিত জানানো হবে।