পরিত্যক্ত গরুর খামার থেকে রাশিদুলের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটোচালক রাশিদুলের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছেন পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজের পুনর্মিলনীতে শিক্ষার্থীদের মিলনমেলা
জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মো. রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের ন্যায় অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়।
এরপর অনেক খোঁজাখুঁজির পর রাশিদুলকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানায় অজ্ঞাতনামা একটি মামলা রুজু হয়।
আরও পড়ুন: ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উৎসব
মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারি পানিয়াবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেফতার করা হয়।
অপরদিকে তার তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া এলাকা থেকে ভিকটিমের অটো উদ্ধার হয়। পরবর্তীতে সহিদের আরও তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজিব, পৌর এলাকার ঘোনাপাড়ার মো. আলমের ছেলে সাব্বির, উজ্জলের ছেলে মো. সোহেল, সদর উপজেলার বাসাখানপুরের রফিকের ছেলে ফরিদ হাসান ও শরিফুলের ছেলে মো. শাওন।
এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়।
এছাড়াও ভিকটিমের দেহাবশেষ দেখে পরিবারের লোকজন ভিকটিমকে সনাক্ত করেন। তিনি আরও বলেন, ভিকটিমকে শতভাগ সনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।





