হকারদের দখলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে অস্থায়ী কাঁচাবাজার ও দোকান বসানো হয়েছে। এতে মানুষের চলাচলে ভোগান্তির পাশাপাশি মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। বাসস্ট্যান্ডটগুলোর দুই পাশের লেনে অস্থায়ী কাপড়ের দোকান, কাঁচাবাজার, ফলের দোকান, চটপটি দোকানসহ বিভিন্ন ধরনের কয়েকশ ভ্রাম্যমাণ দোকান বসানো হয়।
সাভারের ফুট ওভারব্রিজ গুলো হকারদের দখলে থাকায় পথচারীদের চলাচলবান্ধব নয়। দুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের পারাপারে সুবিধার জন্য এগুলো স্থাপন করা হলেও এখন তা হকারদের দখলে। ফুট ওভারব্রিজে রোডের দুই পাশে হকারদের দোকান থাকায় পথচারীদের চলাচলের পথ হয়েছে সরু। এতে নিরাপদে রাস্তা পারাপারে সমস্যায় পড়েন পথচারীরা।
আরও পড়ুন: দর্শনার কুন্দিপুরে গৃহবধূ ও যুবককে চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন
ঢাকা- আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান আমিনবাজার স্ট্যান্ড, হেমায়েতপুর স্ট্যান্ড, ওলাইল স্ট্যান্ড, সাভার বাজার বাস স্ট্যান্ড ও নবিনগর স্ট্যান্ড । এইব সড়কে যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে সার্ভিস লেনসহ ৮ লেনের মহাসড়ক। সরাসরি যাতায়াতের জন্য দুই লেন সড়ক এবং ছোট ও লোকাল পরিবহনের জন্য সার্ভিস লেন সড়ক তৈরি করা হয়। কিন্তু অত্যন্ত উদ্বেগজনক ভাবে লক্ষ্য করা যাচ্ছে সবগুলো বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে ফুটপাত থেকে শুরু করে সার্ভিস লেনের পুরোটাই দখল করে নিয়েছে হকাররা। যার প্রেক্ষিতে সার্ভিস লেন দিয়ে প্রবেশ করা যানবাহনগুলো ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়ে থাকছে। মজিবুল হক নামে একজন পথচারী বলেন, আমরা ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারি না, সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরতে এই অল্প একটু পথ অনেক সময় আটকে থাকতে হয়। সাবিনা আক্তার নামে একজন পোশাক শ্রমিক বলেন, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পর বাসায় ফিরতে প্রতিদিন আমাদের এই যানজটে অপেক্ষা করতে হয়। এ ব্যাপারে জানতে চাইলে সবার উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা কয়েকবার অভিযান চালিয়ে তাদেরকে উচ্ছেদ করেছি কিন্তু তারা পরবর্তীতে আবার এসে ফুটপাত সহ সার্ভিস লেন দখল করে নিচ্ছে। অতিসত্বর আবার অভিযান পরিচালনা করে ফুটপাত সার্ভিস লেন হকার মুক্ত করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল





